১৪ ডিসেম্বর বীরভূম থেকে বিজেপির রথযাত্রা শুরু হয়ে ২৪ ডিসেম্বর দুর্গাপুরে এসে পৌঁছবে সেই রথ। দুর্গাপুরে ওই দিন একটি জনসভা হওয়ার কথা। পুরুলিয়া থেকে কলকাতা ফেরার পথে শনিবার কাঁকসার রাজবাঁধে জাতীয় সড়কের আন্ডার পাশে দেওয়াল লিখন দিয়ে সেই প্রচার শুরু করেন দিলীপ ঘোষ।
দুর্গাপুরে সিপিএমের পক্ষ থেকে আম্বেদকরের ছবি নিয়ে ছয়দিন ব্যাপি দুর্গাপুরে মিছিল ও একমাস ধরে বাড়ি বাড়ি সমীক্ষা কর্মসূচি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ওরা আম্বেদকরকে নিক, বিবেকানন্দকে নিক, ক্ষুদিরামকে নিক, শ্যামাপ্রসাদকে নিক তাহলে লোক ওদের নেবে। ওরা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখন ওরা শুধু স্যালাইন নিয়ে বাঁচার চেষ্টা করছে। এর থেকে বেশি কিছু হবে না। দিলীপবাবু আরও বলেন, সিপিএম নেতাদের বয়স হয়ে গেছে। ওনারা শরীর ঠিক রাখতে এখন হাঁটাহাঁটি করছেন। শনিবার রাজবাঁধে বিজেপির রাজ্য সভাপতির আগমন উপলক্ষে প্রচুর বিজেপি কর্মীরা উপস্থিত হন। রথ যাত্রার প্রচারের দেওয়াল লিখন শেষে বিজেপি রাজ্য সভাপতি কলকাতার উদ্দেশ্যে রওনা দেন।