আজ দুর্গাপুর মহকুমা হাসপাতালের ডায়ালিসিস ইউনিটে ২টি শয্যার উদ্বোধন করলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার। তিনি জানান, আজ ২ টি ডায়ালিসিস মেশিনের উদ্বোধন করা হল। পুরাতন যে পাঁচটি ডায়ালিসিস মেশিন ছিল সেগুলি মেরামতির প্রয়োজন। খুব দ্রুত সেগুলি মেরামত করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে বসানো হবে অর্থাৎ খুব দ্রুত দুর্গাপুর মহকুমা হাসপাতালে সাতটি ডায়ালিসিস মেশিন থাকবে। এতে রোগীদের অনেকটাই সমস্যা থেকে রেহাই মিলবে বলে মত হাসপাতাল কর্তৃপক্ষের।
Like Us On Facebook