আজ পয়লা বৈশাখ। বাংলা নববর্ষ। নববর্ষ মানেই অন্য রকম ভাবে দিন কাটানো। উৎসবের মেজাজে নানা অনুষ্ঠান, হালখাতা, লক্ষ্মী-গণেশ পুজো, আর দেদার ভূরিভোজ। রবিবার কাকভোর থেকেই মন্দিরে মন্দিরে পুজো দেওয়ার জন্য লম্বা লাইন পড়ল।
প্রতিবছর নববর্ষের দিন পুজো দিতে ভক্তদের ঢল নামে দুর্গাপুরের ভিড়িঙ্গী কালী মন্দিরে। এবারও তার অন্যথা হল না। মায়ের পুজো দিয়ে বছর শুরু করতে তাই রবিবার কাকভোর থেকেই দুর্গাপুরের ভিড়িঙ্গী কালী মন্দিরে মানুষের ঢল নেমেছে। ব্যবসায়ীরাও ভিড়িঙ্গী কালী মন্দিরে হালখাতা নিয়ে পুজো দিতে ভোর থেকে লম্বা লাইনে দাঁড়ান। দুর্গাপুরের বিভিন্ন জায়গায় নববর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হোটেলগুলিতেও খাদ্য রসিক বাঙালির জন্য আজ থাকছে বিশেষ মেনু। বিভিন্ন পার্ক ও মলগুলিও বাংলা নববর্ষের জন্য নতুন ভাবে সেজে উঠেছে।
Like Us On Facebook