১০ বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট ও ২০০ ডিটোনেটর সহ ২ জনকে গ্রেফতার করল রানিগঞ্জ থানার পুলিশ। শুক্রবার রাতে রানিগঞ্জের সাহেবগঞ্জ এলাকায় নাকা চেকিংয়ের সময় ধরা পড়ে ওই দুই ব্যক্তি। শনিবার পুলিশ ধৃতদের আসানসোল কোর্টে তোলে। ধৃতদের ছ’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।
জানা গেছে, শুক্রবার রাতে সাহেবজঞ্জ এলাকায় নাকা চেকিং চালাচ্ছিল রানিগঞ্জ থানার পুলিশ। সন্দেহ হওয়ায় পুলিশ একটি চারচাকা গাড়িকে আটক করে। গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ ২০০ ডিটোনেটর ও ১০ বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করে। পুলিশ গাড়িটি আটক করে এবং গাড়ির চালক ও অপর আরোহীকে গ্রেফতার করে রানিগঞ্জ থানায় নিয়ে আসে। ধৃতরা হল গাড়ির চালক রানিগঞ্জের রাজেশ কেওড়া ও বাঁকুড়ার সালতোড়া এলাকার বাসিন্দা শেখ মুস্তাকিম। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
Like Us On Facebook