বৃহস্পতিবার রাতে রানিগঞ্জের মঙ্গলপুর এলাকায় জাতীয় সড়কে একটি খড় বোঝাই ট্রাক ও একটি মোটর বাইক আগুনে ভস্মীভূত হয়ে গেল। ঘটনায় মৃত বাইক চালক। জানা গেছে মৃত বাইক চালক কুলটির বাসিন্দা। অন্যদিকে, দুটি দমকলের ইঞ্জিন এসে ট্রাকের আগুন আয়ত্তে আনে।
স্থানীয় সূত্রে খবর, জাতীয় সড়কের উপর মঙ্গলপুর ওভারব্রিজ সংলগ্ন এলাকায় বাইক সমেত এক বাইক আরোহীকে আগুনে পুড়ে যেতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এই ঘটনাস্থল থেকে কিছুটা দূরে একটি খড় বোঝাই ট্রাকে আগুন লাগলে ট্রাক চালক রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে ট্রাক থেকে নেমে যান। পুলিশ এবং স্থানীয় মানুষজন দমকলকে খবর দেন। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে ট্রাকের আগুন আয়ত্তে আনে। যদিও ট্রাকটি ভস্মীভূত হয়ে যায়।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?