বর্ধমান জেলা ভাগ করে দুর্গাপুর মহকুমাকে সঙ্কুচিত করে দুর্গাপুরকে মৃতপ্রায় নগরীতে পরিণত করা হচ্ছে এই অভিযোগে দির্ঘদিন ধরে ‘রক্ষা কর আমার শহর তোমার শহর দুর্গাপুর’ শ্লোগানকে সামনে রেখে দুর্গাপুরের ১৩টি বাম গণসংগঠনের আন্দোলন চলছে। ৭১০০০ গণস্বাক্ষর সম্বলিত দাবিপত্র মুখ্যমন্ত্রীকে দেওয়ার পর দুর্গাপুর মহকুমাশসককে বৃহস্পতিবার ৫ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় ১৩টি বাম গণসংগঠনের পক্ষ থেকে। স্মারকলিপি জমা দিয়ে সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার বলেন, “আলাপ আলোচনায় ফল না হলে বৃহত্তর আন্দোলনে যাব। প্রয়োজনে আইন ভাঙতেও পিছপা হব না আমরা।”