১৯৭৯ সাল থেকে চলা স্কুলে পঞ্চম শ্রেণীর পঠন পাঠন বন্ধ করার নোটিশে হতাশ ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা। দুর্গাপুর নগর নিগম পরিচালিত বিদ্যাসাগর অবৈতনিক প্রথমিক বিদ্যালয়টিতে মোট ৩৬৮ জন ছাত্র-ছাত্রী রয়েছে। এই স্কুলে পঠন পাঠন ভাল হওয়ার সুবাদে দুর্গাপুরের সিটি সেন্টার সহ পার্শ্ববর্তী এলাকার মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরা এই স্কুলে ভিড় জমায়। অস্বচ্ছল পরিবারের ছেলেমেয়েদের সংখ্যাই এই স্কুলে বেশি তাই পঞ্চম শ্রেণী তুলে দেওয়ার নোটিশে অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা হতাশ।
দুর্গাপুর নগর নিগম সূত্রে জানা গেছে দুর্গাপুর নগর নিগম পরিচালিত এই অবৈতনিক প্রথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর পঠন পাঠন বন্ধ করে দেওয়া হবে। সরকারি নিয়ম অনুযায়ী স্থানীয় কোন হাইস্কুলে পঞ্চম শ্রেণীতে ছাত্র-ছাত্রীদের পড়ার সুযোগ করে দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত।
নগর নিগমের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্যাসাগর অবৈতনিক প্রথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা আজ নগর নিগমের মেয়র অপূর্ব মুখার্জীর হাতে একটি স্মারক লিপি তুলে দেন।
এক অভিভাবিকা দুর্গা দাস বলেন,”আমার মেয়ে পঞ্চম শ্রেণীতে পড়ে। আমি লোকের বাড়িতে রান্নার কাজ করি। এইভাবে স্কুল বন্ধ করে দিলে আমরা কিভাবে ছেলে মেয়েদের পড়াব?”
এবিষয়ে দুর্গাপুরের মহকুমাশাসকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,”এবিষয়টি সম্বন্ধে আমার কিছু জানা নেই। আমি খোঁজ নিয়ে দেখছি।”