দুর্গাপুর স্টিল প্ল্যান্টে (ডিএসপি) কর্মরত অবস্থায় মৃত কর্মীদের পোষ্যরা চাকরির দাবিতে শুক্রবার ডিএসপি’র মুখ্য আধিকারিক অরুণ কুমার রথের বাংলোর সামনে বিক্ষোভ দেখান। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর মুখ্য আধিকারিক বাংলোতে না থাকার কথা জানতে পেরে পোষ্যরা বিক্ষোভ তুলে নেয়। দীপক মজুমদার নামে এক পোষ্য বলেন ডিএসপি কর্তৃপক্ষ পোষ্যদের চাকরি দেবার বিষয়ে টালবাহানা করছে। এই ভাবে চলতে থাকলে বয়স পেরিয়ে গেলে অনেক পোষ্য আর চাকরি পাবে না। আমরা তাই এর একটা হেস্তনেস্ত করতে চাই এবার। প্রয়োজনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব।