বুধবার দুর্গাপুর পুরসভার মেয়র পারিষদদের মধ্যে দপ্তর বন্টন করে দেওয়া হল। ৬ সেপ্টেম্বর দুর্গাপুরের সিধু-কানু ইন্ডোর স্টেডিয়ামে পৌরসভার নতুন মেয়র দিলীপ অগস্তি, চেয়ারম্যান মৃগেন পাল সহ নির্বাচিত কাউন্সিলররা শপথ নিয়েছিলেন। সেদিনই বিরোধী শূন্য দুর্গাপুর পুরসভার চেয়ারম্যান, ডেপুটি মেয়র, চীফ হুইপ সহ ৯ জন মেয়র পারিষদের নাম ঘোষণা করা হয়েছিল। বুধবার সেই মেয়র পারিষদদের দপ্তর বন্টন করা হয়।
Like Us On Facebook