ফের দুর্গাপুরে ডেঙ্গির আতঙ্ক ছড়াল। দুর্গাপুর নগর নিগমের ৬নং ওয়ার্ডের অন্তর্গত স্টিল টাউনশিপ বি-জোনের তিলক রোডের বাসিন্দা বছর আটচল্লিশের ইলা বিশ্বাস বেশ কিছু দিন ধরে জ্বরে ভুগছিলেন। এর পর ইলা দেবীকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো হয়। চিকিৎসকরা প্রয়োজনীয় রক্ত পরীক্ষা করে ইলাদেবীর রক্তের নমুনায় এনএস-ওয়ান পজিটিভ পান। বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা ইলাদেবীকে হাসপাতালে ভর্তি হয়ে প্রয়োজনীয় চিকিৎসা করানোর পরামর্শ দেন।
এরপরেই ইলাদেবীর স্বামী বিনয় বিশ্বাস স্ত্রীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করান। ইলা বিশ্বাসকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে বিনয়বাবু বলেন, আমার স্ত্রী কয়েক দিন ধরেই জ্বরে ভুগছে। বেসরকারি হাসপাতালে আমার স্ত্রীর রক্তের নমুনায় এনএস-ওয়ান পজিটিভ মেলায় চিকিৎসদের পরামর্শে আমি স্ত্রীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেছি। আমার স্ত্রীর জ্বর কোন কোন সময় চার ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে। ওষুধে সাময়িক জ্বর কমলেও ফের জ্বর চড়চড় করে বেড়ে যাচ্ছে। দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার দেবব্রত দাস বলেন, একজন রোগী জ্বর নিয়ে ভর্তি হয়েছেন। তাঁর অ্যালাইজা টেস্ট করতে দেওয়া হয়েছে। রিপোর্ট এলে জানা যাবে জ্বরের কারণ।