সারা রাজ্যের সঙ্গে রবিবার দুর্গাপুরেও ডেঙ্গি বিজয় অভিযান হল। করনো আবহে ডেঙ্গি যাতে থাবা বসাতে না পারে তাই ডেঙ্গি বিজয় অভিযানে নামলো রাজ্যর পৌরসভাগুলি। আজ কলকাতা পৌরসভার প্রশাসক তথা রাজ্য পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম কলকাতায় ডেঙ্গি বিজয় অভিযানের সূচনা করেন। এরপর গোটা রাজ্যের সমস্ত পৌরসভাগুলি ডেঙ্গি বিজয় অভিযান নিয়ে প্রচারে নামেন মেয়র, মেয়র পরিষদ সহ কাউন্সিলরা। আজ রবিবার সকালে ডেঙ্গি সচেতনতা অভিযানে নামেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, করোনার পাশাপাশি মানুষকে সচেতন হতে হবে ডেঙ্গি নিয়েও। যদি কোথাও জল জমে সেই জল পরিষ্কার করে দিতে হবে। জমা জলে ডেঙ্গির মশা জন্মায়।

পাশাপাশি দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে রবিবার সকালে ডেঙ্গি বিজয় অভিযানে প্রচারে নামেন মেয়র দিলীপ অগস্থি। আজ সকালে মুচিপাড়া বাজারে ডেঙ্গি নিয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সচেতন করেন। নগর নিগমের ৪ নং বরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জীর উদ্যোগে শ্যামপুর বাজারে ডেঙ্গি নিয়ে সচেতনতা প্রচার করা হয়। ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পরিষদ সদস্যা (শিক্ষা) অঙ্কিতা চৌধুরী এলাকাবাসীদের ডেঙ্গি নিয়ে সচেতন করেন। এদিন বিভিন্ন এলাকায় লার্ভা নাশক স্প্রে করা হয়।

দুর্গাপুর নগর নিগমের মেয়র দিলীপ আগস্থি বলেন, আমরা সারা বছরই নগর নিগমের সমস্ত এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আজ ডেঙ্গি বিজয় অভিযানে সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্যই প্রচার করলাম। ৪ নং বরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জি জানান, পৌর মন্ত্রী ফিরহাদ হাকিমের সূচনার পরে সারা রাজ্যের পাশাপাশি আমরাও দুর্গাপুর নগর নিগম এলাকায় সচেতনতার প্রচার করি। মেয়র পরিষদ (স্বাস্থ্য) রাখি তেওয়ারি দাবি করেন, গতবছর দুর্গাপুরে প্রায় ৫৭ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন। তাঁদের মধ্যে অধিকাংশই বহিরাগত। কিন্তু এবছর এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের খবর নেই। তাই আমরা সচেতনতার প্রচার চালাচ্ছি।

Like Us On Facebook