এক গুচ্ছ দাবিতে কর্মবিরতি শুরু করল দুর্গাপুরের একটি অনলাইন খাদ্য সরবরাহকারী সংস্থার সরবরাহ কর্মীরা। তাঁরা রীতিমত শ্লোগান তুলে শুক্রবার সকালে রাস্তায় মিছিল বের করেন। সুইগির ডেলিভারি বয়দের অভিযোগ, সুইগি দুর্গাপুরে শুরুর প্রথম দিন থেকে সার্কেলের প্রায় ৮০ জন কর্মী অবিরাম কাজ করে চলেছেন। দীর্ঘদিন চাকরির পরেও তাঁদের বেতন বৃদ্ধি হয়নি বলে অভিযোগ কর্মীদের। পাশাপাশি, নতুন করে এই লকডাউনের মধ্যে সিকিউরিটি মানি চাওয়া হচ্ছে বলেও অভিযোগ কর্মীদের।
অন্যদিকে, পেট্রলের মূল্যবৃদ্ধির ফলে খরচও বেড়েছে কিন্তু বারবার সংস্থাকে সেকথা জানালেও কোন সুরাহা হয়নি। লকডাউনে ক্রেতাদের অর্ডার দেওয়ার পরিমাণ কমেছে, তাই কর্মীদের আয়ও কমেছে, কিন্তু এরই মধ্যে সংস্থা নতুন কর্মী নিয়োগ করছে বলে জনান পুরানো কর্মীরা। অবিলম্বে বেতন বৃদ্ধি, সিকিউরিটি মানির প্রস্তাব প্রত্যাহার সহ একাধিক দাবি তুলে গত তিন দিন ধরে কর্মবিরতি পালন করেছেন দুর্গাপুর সার্কেলের কর্মীরা। আজ দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার এলাকায় মিছিল করে প্রতিবাদ জানান সংস্থার কর্মীরা। আগামী দিনে তাঁদের দাবি মানা না হলে এই কর্মবিরতি জারি থাকবে বলেও হুঁশিয়ারি দেন কর্মীরা৷