শিক্ষার বিনিময় এবং গবেষণা ও উন্নয়ন সংক্রান্ত চুক্তির অঙ্গ হিসাবে জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের দুই সদস্যের এক প্রতিনিধি দল দুর্গাপুরের সিএমইআরআই পরিদর্শন করলেন। দুর্গাপুরে এসে হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইদাকু ইশী ও অধ্যাপক তাকেশি তাকাকি সিএমইআরআই-এর অত্যাধুনিক গবেষণাগারগুলি ঘুরে দেখেন। বিনিময় চুক্তির অঙ্গ হিসাবে ইতিপূর্বে সিএমইআরআই-এর ডিরেক্টর অধ্যাপক হরিশ হিরানি হিরোশিমা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে গিয়েছিলেন।

মঙ্গলবার এক যৌথ সাংবাদিক বৈঠকে সিএমইআরআই-এর ডিরেক্টর অধ্যাপক হরিশ হিরানি এই ধরণের বিনিময় চুক্তির পক্ষে জোর সওয়াল করেন। তিনি বলেন, উপযুক্ত পরিবেশ পেলে ভারতবর্ষের মত দেশের বিপুল মেধা দেশের উন্নয়নের গতি কয়েক গুণ বাড়িয়ে তুলতে সক্ষম হবে। সেই লক্ষ্যে শিক্ষার উৎকর্ষতা বাড়াতে এবং গবেষণা ও উন্নয়নে নিবেদিত প্রাণ মেধাশক্তিকে সঠিক দিশা দিতেই সিএমইআরআই এই ধরণের শিক্ষা এবং গবেষণা সংক্রান্ত সহযোগিতা চুক্তি করেছে জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে।

এদিনের সাংবাদিক বৈঠকে অধ্যাপক ইদাকু ইশী সিএমইআরআই-এ গবেষণার পরিবেশ এবং রোবোটিক্স ল্যাব সহ অন্যান্য গবেষণাগারগুলির উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি বলেন, ভবিষ্যতে বিশ্বজুড়ে রাজ করবে রোবোটিক্স ও ন্যানো টেকনলজি। রোবোটিক্স নিয়ে কাজ করা সিএমইআরআই ভবিষ্যতে দেশের প্রযুক্তি ক্ষেত্রে বড় ভূমিকা নেবে।

Like Us On Facebook