ফাইল চিত্র

দীর্ঘদিন ধরেই দুর্গাপুর মহকুমা হাসপাতালের এক্স-রে মেশিন অকেজো হয়ে পড়ে আছে। রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন। অথচ হাসপাতাল কর্তৃপক্ষ, প্রশাসন বা স্থানীয় জনপ্রতিনিধিদের কোন হেলদোল নেই বলে অভিযোগ। হাসপাতাল সূত্রে জানা, গেছে নতুন ডিজিটাল এক্স-রে মেশিন বসানোর জন্য টেন্ডার ডাকা হয়েছে, তবে কবে সেই ডিজিটাল এক্স-রে মেশিন বসবে তার সদুত্তর দিতে পারছেন না কেউই।

এক্স-রে মেশিন বিকল থাকায় হাসপাতালে আগত রোগী ও রোগীর পরিজনেরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়ে হাসপাতালের বাইরে চড়া দামে বেসরকারি সংস্থায় এক্স-রে করাতে বাধ্য হচ্ছেন। দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডা. দেবব্রত দাস হাসপাতালে দীর্ঘ দিন ধরে এক্স-রে মেশিন বিকল হয়ে থাকার কথা স্বীকার করে নিয়ে বলেন, ‘হাসপাতালে ডিজিটাল এক্স-রে মেশিন বসবে। টেন্ডার আহ্বান করা হয়েছে। সেই প্রক্রিয়া সম্পন্ন হতে একটু সময় লাগছে।’ কিন্তু কবে বসবে সেই ডিজিটাল এক্স-রে মেশিন সেব্যাপারে টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ না হলে কিছু বলা যাবে না বলে কার্যত এড়িয়ে যান হাসপাতালের সুপার। এদিকে, হাসপাতালে এক্স-রে পরিষেবা না পেয়ে রোগীদের পরিজনেরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের উপর ক্ষোভ উগরে দিচ্ছেন।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook