দুর্গাপুরের বিভিন্ন এলাকায় প্রায় সব পুজো কমিটিকে নিম্নচাপের প্রভাবে একনাগাড়ে বৃষ্টি চিন্তায় ফেলেছে। দুর্গা পুজোর পর ফের কালী পুজোয় নিম্নচাপের প্রভাবে একনাগাড়ে বৃষ্টি শিল্পাঞ্চলের মানুষের আনন্দে বাধ সাধল।
প্রবল বৃষ্টি সঙ্গে ঝড়ো হাওয়ায় শুক্রবার দুর্গাপুরের অনেক পুজো প্যান্ডেলের ক্ষতি হয়। ডিপিএলের গোলপার্ক স্পোর্টিং ক্লাবের মণ্ডপ এবার মাদুর দিয়ে তৈরি হয়েছে। নিম্ন চাপের প্রবল বর্ষণে ও ঝোড়ো হাওয়ায় মণ্ডপে জল চুইয়ে পড়ছে। বৃষ্টির জলে মাদুরের তৈরি মণ্ডপের ওজন বাড়তে থাকায় পুজো কমিটির কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। একই ভাবে অ-আ-ক-খ ক্লাবের রাস্তার বেশকিছু আলোকসজ্জা ক্ষতিগ্রস্ত হয়। দুর্গাপুরের প্রান্তিকার দিশারী সংঘের আলোর গেট রাস্তায় ভেঙে পড়ে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। স্টিল টাউনশিপের দয়ানন্দ ক্লাবে এবছর থার্মোকল দিয়ে ডিজনিল্যান্ডের আদলে পুজো মণ্ডপ হয়েছে। বৃষ্টির ফলে একে একে থার্মোকলের বিভিন্ন কাজ খসে পড়ে মণ্ডপের ক্ষতি হয়।
প্রতি বছরের মতো এবারও দর্শকদের নতুন কিছু উপহার দেওয়ার ইচ্ছা ছিল দুর্গাপুরের ভিড়িঙ্গীর জাগরনী ক্লাবের সদস্যদের। কম খরচে বাজিমাত করার পরিকল্পনা ছিল। পরিকল্পনা ছিল বাহুবলীর ও ভৌতিক বিভিন্ন দৃশ্য কালী পুজোয় দর্শকদের সামনে হাজির করবে ক্লাবের সদস্যরা। সেইমত দর্শকদের মনোরঞ্জনের জন্য বৈদ্যুতিক ব্যবস্থা ও বিভিন্ন দৃশ্য মাটি, রঙ তুলির টানে নিজেরাই তৈরি করেছিলেন ক্লাব চত্ত্বরে। কিন্তু নিম্নচাপের প্রভাবে এক নাগাড়ে বেয়াড়া বৃষ্টি সব পরিকল্পনা ভেস্তে দিল। বৃহস্পতিবার থেকে নিম্নচাপের প্রভাবে একনাগাড়ে বৃষ্টি পুজো উদ্যোক্তাদের মাথায় হাত। দর্শকদের মনোরঞ্জন তো দুর অস্ত যেভাবে এক নাগাড়ে বৃষ্টিতে খসে পড়ছে বিভিন্ন দৃশ্যাবলী এখন সদস্যদের হাতের তৈরি পুজো মণ্ডপ আস্ত রাখাই দায় হয়েছে।