শনিবার সাত সকালে এক অজ্ঞাত পরিচয় মহিলার পচা-গলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে দুর্গাপুরে ব্যপক চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারের গান্ধীমোড় এলাকায়। একটি ছাইয়ের স্তূপ থেকে মৃতদেহটি উদ্ধার হয়। জানা গেছে, এটি একটি পার্কিং এলাকা। পাশেই কারখানার ছাই ফেলা হয়। আর এই ছাইয়ের গাদা থেকে মহিলার পচা-গলা দেহ উদ্ধার করে পুলিশ। অঙ্গদপুর-রাতুড়িয়া শিল্পতালুকের কারখানাগুলি থেকে ছাই ফেলা হয় এই জায়গায়, এদিন সকালে এই পার্কিং এলাকার পাশে ছাইয়ের গাদা থেকে হাত বেড়িয়ে থাকতে দেখেন স্থানীয়রা৷ ঘটনার কথা চাউর হতেই ঘটনাস্থলে যায় পুলিশে। কিভাবে মৃতদেহটি এখানে এল বা এটি আত্মহত্যা নাকি খুন তা নিয়ে তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ। ময়না তদন্তের জন্য মৃতদেহটি দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ।
Like Us On Facebook