দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত রাতুড়িয়ায় জঙ্গল সংলগ্ন পুকুরের পাড়ে শনিবার সকালে একটি খেজুর গাছ থেকে এক মহিলার ঝুলন্ত পচাগলা মৃতদেহ উদ্ধার হল। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে, মৃত মহিলার নাম লেবু ঢালি (৫৫)। স্থানীয় আশিষ নগরের বাসিন্দা। গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন।

শনিবার সকালে স্থানীয় মানুষ শাড়ি দেখে নিখোঁজ লেবু ঢালিকে সনাক্ত করে বাড়িতে খবর দেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতের ছেলে শ্যামল ঢালির দাবি, পারিবারিক অশান্তির জেরে লেবু ঢালি আত্মহত্যা করেছেন। শ্যামল ঢালি বলেন, ‘মা প্রায়ই অশান্তি করে বাড়ি থেকে বেরিয়ে যেত। অন্যবারে মা ঠিক দু-তিন দিন পর ফের বাড়ি ফিরে আসত। কিন্তু এবার মা আর ফিরে এল না।’ জানা গেছে, তিন দিন ধরে লেবু ঢালি নিখোঁজ থাকলেও পরিবারের লোকজন স্থানীয় থানায় কোন মিসিং ডায়েরি করেননি। এই ঘটনায় স্থানীয় মানুষ বিষয়টির পুলিশি তদন্তের দাবি করেন।


Like Us On Facebook