.

আজ বিকেলে উল্টোরথ। তাই অগণিত ভক্ত ভগবান জগন্নাথ, বলরাম ও শুভদ্রাকে আট দিন মাসির বাড়িতে থাকার পর রথের দড়িতে টান দিয়ে ফের মূল মন্দিরে ফিরিয়ে আনবেন। রথযাত্রার পর তাই ফের আজ দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে উৎসবের আমেজ তৈরি হয়েছে। দুর্গাপুরের ইস্কন মন্দিরের রথকে কেন্দ্র করে সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে অস্থায়ী মন্দিরে গত আটদিন ধরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান চলছে। সঙ্গে মেলাও চলছে। শুক্রবার উল্টোরথে রথের দড়িতে টান দেওয়ার আগে পুষ্পবৃষ্টি সহযোগে চতুরঙ্গ ময়দানে ইস্কনের অস্থায়ী মন্দিরে ভগবান জগন্নাথ, বলরাম ও শুভদ্রাকে আরতি দেখে মুগ্ধ হলেন ভক্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে আটটা থেকে দশটা পর্যন্ত পদ্ম, গোলাপ, জুঁই, গাঁদা সহ প্রায় আড়াই টন হরেক রকম ফুল দিয়ে জগন্নাথ, বলরাম ও শুভদ্রার পুষ্পাভিষেক হয়।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?





Like Us On Facebook