করোনা সংক্রমণ ঠেকাতে আয়োজন সম্পূর্ণ হয়ে গেলেও মৃত্যুর পর মৃতের শ্রাদ্ধানুষ্ঠানের পর নিয়মভঙ্গের অনুষ্ঠান স্থগিত করল পরিবার। পূর্ব বর্ধমান জেলার ভাতাড়ের ঘটনা। জানা গেছে, গত ৬ মার্চ বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় ভাতাড়ের ব্যবসায়ী তথা ভাতাড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ধাত্রীপদ কোঁয়ার।ধর্মীয় রীতি অনুযায়ী আজ, বুধবার শ্রাদ্ধানুষ্ঠান এবং বৃহস্পতিবার নিয়মভঙ্গের অনুষ্ঠান ছিল। সেই মতো আত্মীয়, কটুম্ব ও পাড়াপ্রতিবেশীদের আমন্ত্রণও জানানো হয়। প্রায় ৪ থেকে ৫ হাজার অতিথি আমন্ত্রিত ছিলেন। কিন্তু করোনা সংক্রমণ এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সেই অনুষ্ঠানই স্থগিত করার সিদ্ধান্ত নেয় পরিবার।

এরপর পোস্টার, ব্যানার ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুষ্ঠান স্থগিতের প্রচার করা হয় পরিবারের তরফে। করোনা সংক্রমণের ক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ইতিমধ্যেই রাজ্যসরকারের তরফে স্কুল কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিভিন্ন ধরণের সভা সহ জমায়েতে। সেই আহ্বানে সাড়া দিয়েই এই সিদ্ধান্ত বলে দাবি পরিবারের। নিয়মভঙ্গের অনুষ্ঠান আপাতত বাতিল করা হলেও তা পরবর্তীতে করা হবে বলে পরিবারের তরফে জানান হয়েছে।

Like Us On Facebook