সিংভির তামাং নামে এক ভুটানি নাগরিক তাঁর আত্মীয়ের চিকিৎসার জন্য দর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে এসেছিলেন। তিনি স্থানীয় একটি লজে থাকছিলেন। অভিযোগ গতকাল রাতে লজের ছাদ থেকে পড়ে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।