নিউ টাউনশিপ থানার গাড়ি চালকের অস্বাভাবিক মৃত্যু ও ময়নাতদন্তকে ঘিরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পুলিশ ও মৃত গাড়ি চালকের পরিবার পরিজনদের মধ্যে খন্ডযুদ্ধে ব্যাপক উত্তেজনা ছড়াল। অবস্থা আয়ত্তে আনতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশবাহিনী ও কমব্যাট ফোর্স নামানো হয়, পুলিশ মৃতের পরিবারের বেশ কয়েকজনকে বিশৃঙ্খলা ছড়ানোর অপরাধে আটক করেছে। জানা গেছে দুর্গাপুরের ট্রাংক রোডের বাসিন্দা নিউ টাউনশিপ থানার গাড়ি চালক শেখ সাহাবুদ্দিন খানকে (২৩) শনিবার সকালে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশ পরিবার পরিজনদের খবর না দিয়ে দেহ সোজাসুজি দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় বলে অভিযোগ সাহাবুদ্দিনের পরিবারের। খবর পেয়ে সাহাবুদ্দিনের পরিবার ক্ষিপ্ত হয়ে ওঠে দুর্গাপুর মহকুমা হাসপাতালে জড়ো হয়। সাহাবুদ্দিনের মৃত্যু নিয়ে পুলিশের আত্মহত্যা তত্ত্ব খারিজ করে দিয়ে সাহাবুদ্দিনের দাদার অভিযোগ সাহাবুদ্দিনকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে বচসা পরে হাতাহাতি থেকে মৃতের পরিবারের হাতে এক পুলিশ আধিকারিক নিগ্রহের পর রণক্ষেত্রের চেহারা নেয় দুর্গাপুর মহকুমা হাসপাতাল চত্বর।