বসিয়ে দেওয়া চার ঠিকা শ্রমিককে কাজে পুনর্বহাল করার কথা ইন্ডিয়ান অয়েল বটলিং প্ল্যান্ট কর্তৃপক্ষ সোমবার ঘোষণা করায় সোমবার দুপুর থেকে ফের বটলিং প্ল্যান্টের লোডিং-আনলোডিং কাজ শুরু করল শ্রমিকরা।
অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার (সেন্ট্রাল) লক্ষী নারায়ণ মন্ডলের সঙ্গে মিটিংয়ের পর ইন্ডিয়ান অয়েল বটলিং প্ল্যান্ট কর্তৃপক্ষ চার ঠিকা শ্রমিককে কাজে পুনর্বহাল করার কথা ঘোষণা করায় কয়েক দিন ধরে বটলিং প্ল্যান্টে চলা অচলাবস্থা কাটল সোমবার। কয়েক দিন আগে হঠাৎ করে কর্তৃপক্ষ চার ঠিকা শ্রমিককে কাজ থেকে বসিয়ে দেওয়ার অভিযোগে অন্যান্য শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়ে ধর্মঘট শুরু করেন। ফলে বটলিং প্ল্যান্টের লোডিংআনলোডিং কাজ বন্ধ হয়ে যায়।
Like Us On Facebook