মঙ্গলবার মেমারি রসিকলাল স্মৃতি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে একাধিক ছাত্রীকে বেধড়ক মারধর করার অভিযোগকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে স্কুল প্রাঙ্গণ। স্কুলে হামলা চালানো এবং ভাঙচুর চালানো সহ প্রধান শিক্ষিকা নিলীমা ভট্টাচার্যকে মারধর করারও অভিযোগ ওঠে। এই ঘটনায় দু’পক্ষই মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে বুধবারও অশান্ত রইল স্কুল চত্বর। আজ অভিভাবকরা ফের স্কুলের সামনে অবস্থান বিক্ষোভ করেন। বিকেলে মহকুমাশাসকের কাছে অভিভাবকরা স্মারকলিপি জমা দেন। অবশেষে সাময়িক ভাবে প্রধান শিক্ষিকাকে সরিয়ে অন্য শিক্ষিকার হাতে স্কুলের দায়িত্ব অর্পণ করা হয়। এরপর অভিভাবকরা বিক্ষোভ তুলে নেন। মহকুমাশাসকের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি করা হয়েছে অভিভাবকদের পক্ষ থেকে।
Like Us On Facebook