দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত বন্ধ হয়ে যাওয়া জেশপ কারখানার জঙ্গল থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ পাওয়া গেল বৃহস্পতিবার রাতে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় মানুষ কারখানার ভাঙা প্রাচীর দিয়ে একটি আমগাছের নীচে পচা গলা মৃতদেহটি পড়ে থাকতে দেখে কোকওভেন থানায় খবর দেয়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতদেহের পাশ থেকে একজোড়া চপ্পল, একটি গামছা ও আম গাছের ভাঙা ডাল পায়। পুলিশের প্রাথমিক অনুমান আম চুরি করতে গিয়ে কোন কারণবশত গাছের ডাল ভেঙে পড়ে মৃত্যুর ঘটনা ঘটছে। স্থানীয় মানুষ পুলিশের এই যুক্তি মানতে নারাজ। স্থানীয় মানুষ মনে করছেন, জেশপ কারখানার এই পরিত্যক্ত জঙ্গলে অনেক অসামাজিক কাজকর্ম চলছে তার জেরেই এই খুন। স্থানীয় মানুষ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান।
Like Us On Facebook