.
করোনা আবহে কি ভাবে পানাগড়ের দানবাবার মেলা অনুষ্ঠিত হবে সেই নিয়েই কাঁকসা থানায় বৈঠক হল বৃহস্পতিবার। বৈঠকে উপস্থিত ছিলেন কাঁকসা থানার ভারপ্রাপ্ত আইসি অর্ণব গুহ, পানাগড় বাজারের ব্যবসায়ীরা ও মেলা কমিটির সদস্যরা। মেলা কমিটির সভাপতি বাপি মল্লিক জানিয়েছেন, প্রতি বছরের মত আগামী ৯ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত চলবে মেলা। তবে এবছর করোনার জন্য কাঁকসা থানায় বৈঠকে সিদ্ধান্ত হয়, যে সমস্ত দোকান বসানো হবে সেগুলি দূরত্ব বজায় রেখে বসানো হবে। করোনার জন্য চলবে মাইকে প্রচার। যে সমস্ত মানুষ মেলায় প্রবেশ করবেন যাদের মাস্ক থাকবে না, তাঁদের মাস্ক বিলি করা হবে। থাকবে স্যানিটাইজারের ব্যবস্থা। থাকবে সিসিটিভি। মেলা কমিটির সদস্যদের পাশাপাশি নজরদারিতে থাকবে কাঁকসা থানার পুলিশ কর্মীরাও।
Like Us On Facebook