কারও সর্বনাশ তো কারও পৌষমাস! টানা বর্ষণে ডিভিসির ছাড়া জলে দুর্গাপুরের দামোদর সংলগ্ন নীচু এলাকাগুলি যখন প্লাবিত হয়ে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার মানুষজন, সেই সময় দুর্গাপুর ব্যারেজে জল ছাড়া দেখতে মানুষের ঢল নেমেছে।

কচিকাঁচাদের নিয়ে দুর্গাপুরের বিভিন্ন এলাকার মানুষ ভীড় জমিয়েছেন দামোদর ব্যারেজের জলোচ্ছাস দেখতে। পুলিশ বাড়তি সর্তকতা নিলেও ব্যারেজে ভীড় জমায় যানজটের সৃষ্টি হচ্ছে। মেলার আবহে দোকানিদের বিক্রিবাটাও বেড়েছে কয়েকগুণ। ব্যারেজ সংলগ্ন এলাকায় বসা এক ভুট্টা বিক্রেতা জানালেন, অন্যসময় প্রতিদিন গড়ে ১০০টি ভুট্টা বিক্রি হলেও গত কয়েকদিন দিনে গড়ে ৩০০-র অধিক ভুট্টা বিক্রি হচ্ছে।

দামোদরের জলোচ্ছাস দেখতে আসা অমীয় নস্কর নামে দুর্গাপুরের এক ব্যবসায়ি বললেন, ‘বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বাংলা জুড়ে। টানা বর্ষণে ব্যাবসায় এখন মন্দা। তাই ডিভিসি জল ছাড়ায় দামোদরের জলোচ্ছাস দেখতে চলে এসেছি।’

Like Us On Facebook