দামোদর ব্যারেজের লকগেট বিপর্যয়ের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার দামোদর ব্যারেজে কড়া নজরদারি চালাতে সেচ দপ্তর সিসিটিভি ক্যামেরা লাগানোর কাজ শুরু করল। দামোদর ব্যারেজে প্রতিটি লকগেটের উপর কড়া নজরদারির জন্য মোট ২৪ টি সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে।
জানা গেছে, প্রাথমিক ভাবে ২৪ টি সিসিটিভি ক্যামেরা বসানোর পর প্রয়োজনে আরও সিসিটিভি ক্যামেরা বসানো হবে। নভেম্বর মাসে হঠাৎ দামোদর ব্যারেজের লকগেট বিপর্যয়ে কেউ কেউ অন্তর্ঘাতের প্রশ্ন তোলেন আবার অনেকে সেচ দপ্তরের এক শ্রেণির অসাধু কর্মী ও মৎস্যজীবিদের মধ্যে অশুভ আঁতাতের ফলে লকগেট অবৈজ্ঞানিক ভাবে খোলা নিয়েও প্রশ্ন তোলেন। কিন্তু সিসিটিভি ক্যামেরা না থাকায় কোন কিছুর প্রমাণ করা দুষ্কর হয়ে পড়ে। শেষমেশ সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় তদন্তের নির্দেশ দেন। এবং ভবিষ্যতে দামোদর ব্যারেজে কড়া নজরদারি চালাতে সিসিটিভি ক্যামেরা বসানোর কথা ঘোষণা করেন।