রবিবার ভর সন্ধ্যায় কাঁকসার ত্রিলোকচন্দ্রপুর বাসস্ট্যান্ডে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। রবিবার সন্ধ্যা ৬টা নাগাদ একদল দুষ্কৃতী হানা দেয় তাপস দত্তের সোনার দোকানে। সেই সময় ওই ব্যবসায়ী দোকান বন্ধ করে ত্রিলোকচন্দ্রপুর গ্রামে সোনার গয়না ভর্তি ব্যাগ নিয়ে শ্বশুরবাড়িতে রাখতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। আচমকা একদল ডাকাত তাঁর দোকানে ঢুকে লক্ষাধিক টাকার সোনার গয়নার ব্যাগ নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করলে বাধা দেন তাপসবাবু।
ডাকাত দল তাপসবাবুর হাতে ধারালো অস্ত্রের কোপ বসিয়ে দিয়ে ব্যাগ ভর্তি সোনার গয়না নিয়ে চম্পট দেয়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাঁকে রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ, আজকের ঘটনা নিয়ে মোট পাঁচবার তাপসবাবুর দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। তাঁরা জানিয়েছেন একদল দুষ্কৃতী এসে আচমকা হানা দিয়ে সোনার গয়নার ব্যাগ নিয়ে চম্পট দেয় তারপরেই তাপসবাবুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ডাকাতদল দোকানের পিছন দিয়ে ফাঁকা মাঠ ধরে চম্পট দেওয়ার সময় গুলি চালাতে চালাতে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার বিশাল পুলিশবাহিনী এবং কাঁকসার এসিপি।