দুর্গাপুরের অভিজাত এলাকা বিধাননগরের গ্রুপ হাউসিং ‘বাতায়ন’ আবাসনের একটি ফ্লাটে বাড়ির লোকজনের অনুপস্থিতির সুযোগে শুক্রবার ভর দুপুরে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়াল। জানা গেছে, বাড়ির কর্তা প্রশান্ত কুমার সিনহা রাজবাঁধের একটি বেসরকারি কলেজের অধ্যাপক ও কর্ত্রী নীলিমা সিনহা একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা। দুইজনেই সকালে কর্মস্থলে বেরিয়ে যান।
শুক্রবার সেই সুযোগ নিয়ে ডাকাতদল প্রশান্তবাবুর ফ্লাটে হানা দেয়। শুক্রবার বিকেলে স্কুল থেকে ফিরে নীলিমাদেবী ফ্লাটে ঢুকতে গেলে বাড়ির কাজের লোক বলেন, দিদি এই আসছ তাহলে তোমার ফ্ল্যাটের দরজা কেন হাট করে খোলা? নীলিমাদেবী দৌড়ে এসে দেখেন ফ্ল্যাটের দরজার লক ভাঙা। নীলিমাদেবীর দাবি, আলমারি থেকে নগদ ২২ হাজার টাকা ও প্রায় ১৬ ভরির মত গয়না নিয়ে চম্পট দিয়েছে ডাকাত দল। নীলিমাদেবী বলেন, বাতায়ন আবাসনের নিরাপত্তার জন্য কোন সিসিটিভি বা দিনের বেলায় নিরাপত্তা রক্ষী নেই। স্বাভাবিক ভাবেই ডাকাত দল কোন দিকে কিভাবে ফ্ল্যাটে ঢুকল সেই বিষয়টি নিয়ে ফ্ল্যাটের সকলেই অন্ধকারে রয়েছেন।
পড়শীদের অনেক জানালেন, শুক্রবার দুপুরে দিল্লির নম্বর প্লেট লাগানো একটি হন্ডা অ্যাকর্ড গাড়ি তাঁরা ফ্ল্যাটের নীচে দেখেছেন। কিন্তু কে বা কারা এই গাড়ি নিয়ে ফ্ল্যাটের নীচে দাঁড়িয়ে ছিল সেই বিষয়টিও বুঝতে পারছেন না বাতায়নের অন্যান্য বাসিন্দারা। এদিকে পুলিশের নজরদারির অভাবে বিধান নগরে চুরি ডাকাতির ঘটনা বাড়তে থাকায় এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়ে। এলাকায় পুলিশি নজরদারির দাবি জানান এলাকার বাসিন্দারা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।