.
সোমবার ভরদুপুরে সিটি সেন্টারে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটল। জানা গেছে, সিটি সেন্টারে বেঙ্গল অম্বুজা আবাসনের এক চিকিৎসকের বাড়িতে এই দুঃসাহসিক ডাকাতির ঘটনাটি ঘটে। সোমবার দুপুরে তিনজন ব্যাক্তি চিকিৎসক শরৎচন্দ্র কর্মকারের বাড়ির কলিংবেল বাজিয়ে ভেতরে ঢোকে। তারপর চিকিৎসককে জাপটে ধরে মারধর করে। চিকিৎসকের স্ত্রী চীৎকার শুরু করলে তাঁকেও মারধর করা হয় এবং গলায় ছুরি চালায় দুষ্কৃতীর দল। তাঁর মাথায় আঘাত করে দুষ্কৃতীরা বলে জানা গেছে। চিকিৎসকের স্ত্রী মাথায় গুরুতর আঘাত পান। এরপর প্রায় ৩৫০০০ নগদ টাকা ও ১ ভরি সোনার গহনা নিয়ে দুষ্কৃতীর দল চম্পট দেয় বলে দাবি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রতিবেশীর সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরে। সিটি সেন্টারের অম্বুজা আবাসনে ভরদুপুরে কলিং বেল বাজিয়ে ডাকাতির ঘটনায় হতবাক এলাকাবাসী।