প্লাস্টিকের দূষণমুক্ত নির্মল দুর্গাপুর গড়তে এবং দুর্গাপুরের ৪৩টি ওয়ার্ডে প্লাস্টিকের বিরুদ্ধে প্রচার করতে সিটি সেন্টারের পলাশডিহা থেকে মঙ্গলবার এক সাইকেল আরোহী সাইকেলে দুর্গাপুর পরিক্রমায় বের হলেন।
পলাশডিহা ব্যবসায়িবৃন্দ ও দুর্গাপুর পৌরসভার ৩২ নং ওয়ার্ডের পৌরপিতা মানস রায়ের যৌথ উদ্যোগে এই সাইকেল পরিক্রমার আয়োজন করা হয়। জানা গেছে, সাইকেল চালক স্বপন ঘোষ দুর্গাপুরের প্রতিটি ওয়ার্ডে গিয়ে এলাকার মানুষজনকে দূষণমুক্ত দুর্গাপুর গড়তে নিষিদ্ধ প্লাস্টিক ও থার্মোকল ব্যবহার না করার পরামর্শ দেবেন। মঙ্গলবার পলাশডিহায় দুর্গাপুরের মহকুমা শাসক শঙ্খ সাঁতরার উপস্থিতিতে সাইকেলে দুর্গাপুর পরিক্রমার কর্মসূচি শুরু হয়।
Like Us On Facebook