পশ্চিম বর্ধমান জেলার উখরা বাজারের পঙ্কজ মোদী নামের এক কাপড় ব্যবসায়ীকে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ সোমবার রাতে সাইবার অপরাধে যুক্ত থাকায় গ্রেফতার করে মঙ্গলবার দুর্গাপুর আদালতে হাজির করে।
জানা গেছে, এই পঙ্কজ মোদী বিভিন্ন ক্রেতাদের এটিএম কার্ডের তথ্য হাতিয়ে বিভিন্ন অপরাধ সংঘটিত করত। তাঁর বিরুদ্ধে অভিযোগ জমা পড়ায় সাইবার সেলের আধিকারিকরা তদন্তে নেমে অভিযোগের সত্যতা পেলে পঙ্কজ মোদীকে সোমবার রাতে গ্রেফতার করে। স্থানীয় সূত্রে জানা গেছে, পঙ্কজবাবু নিজেকে উখরা চেম্বার অফ কমার্সের উচ্চ পদস্থ কর্মকর্তা বলেও পরিচয় দিত। অথচ পর্দার আড়ালে বিভিন্ন অপরাধ সংঘটিত করত। উখরা চেম্বার অফ কমার্সের কার্যকরী সভাপতি মহাদেব দত্ত বলেন, চেম্বার অফ কমার্সের কোন সদস্য যদি অপরাধমূলক কাজ কর্মে জড়িয়ে পড়েন তার দায় আমাদের নয়। আইন আইনের পথে চলবে। উখরা চেম্বার অফ কমার্স কোন অপরাধ সমর্থন করে না।