তিশ্রুতি মতো কাটমানি ফেরৎ দেওয়ার তৎপরতা শুরু করলেন দুর্গাপুর-ফরিদপুর ব্লকের তৃণমূল কংগ্রেস নেতা রবিলাল মন্ডল। শনিবার পর্যন্ত কয়েক খেপে ৭৫ জনকে রবিলালবাবু কাটমানি ফেরৎ দিলেন। জানা গেছে, কাউকে ৪০০০ কাউকে ৫০০০ টাকা করে এখনও পর্যন্ত ৩ লাখ ২১ হাজার টাকা গ্রামবাসীদের ফেরৎ দিলেন তৃণমূল কংগ্রেস নেতা রবিলাল মন্ডল।

কাটমানি ফেরতের সময় অবশ্য রবিলাল মন্ডল টাকা ফেরৎ পাওয়ার কথা কাগজে লিখিয়ে নেন। জানা গেছে, রবিলাল মন্ডল গরীব মানুষদের আবাস যোজনার বাড়ি পাইয়ে দিতে গ্রামবাসীদের কাছ থেকে কাটমানি নিয়েছিলেন। লোকসভা ভোটের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের বিরুদ্ধে কাটমানি নিয়ে কড়া অবস্থান নিতেই গ্রামবাসীরা রবিলালবাবুকে কাটমানি ফেরৎ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। গ্রামবাসীরা ২৩ জুন রবিলাল মন্ডলের বাড়ি ঘেরাও করতেই রবিলাল মন্ডল কাটমানির সমস্ত টাকা ফেরৎ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook