কন‍্যাশ্রী প্রকল্পের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে দুর্গাপুর আরই মডেল স্কুলে দুর্গাপুর নগর নিগম ও পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে দুর্গাপুরের বিভিন্ন স্কুল ও কলেজের কন্যাশ্রী ক্লাবের সদস্যদের নিয়ে আবৃত্তি, গান, নাচের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শুক্রবার। মোট ২৮টি স্কুল ও ৩টি কলেজকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়। তারমধ্যে ১৪ টি স্কুল প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগীদের বয়স অনুযায়ী দু’টি গ্রুপে ভাগ করা হয়। একটি ১৩-১৫ বছর বয়সীদের অন‍্যটি ১৬-১৭ বছর বয়সীদের জন্য।

এই প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের আগামী ১৪ আগস্ট ডিপিএলের নেপালি পাড়া হাইস্কুলে সম্মানিত করা হবে বলে জানা গেছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের মেয়র দিলীপ অগস্তি, দুর্গাপুরের মহকুমাশাসক ডা. শ্রীকান্থ পাল্লী, দুর্গাপুর নগর নিগমের চেয়ারম্যান মৃগেন পাল, ডেপুটি মেয়র অনিন্দিতা মুখার্জি, শিক্ষা দফতরের মেয়র পারিষদ তথা কন‍্যাশ্রী প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত অঙ্কিতা চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব‍্যক্তিবর্গ।