‘সোলার ট্রি’র পর এবার দুর্গাপুরের কেন্দ্রীয় গবেষণা সংস্থা সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (সিএমইআরআই) নিয়ে এল ‘সোলার লোটাস’। সৌরবিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি ‘সোলার লোটাস’ ইন্টারনেট অফ থিংস(আইওটি) বেসড ইন্টেলিজেন্ট ইলেকট্রনিক্স সার্ভেইল্যান্স সিস্টেম হিসেবে কাজ করতে সক্ষম।
দুর্গাপুরের সিএমইআরআই-এর বিজ্ঞানীদের উদ্ভাবিত নজরদারির কাজ করতে সক্ষম এই ফটোভোল্টিক সিস্টেম দুর্গাপুরের সিএমইআরআই কলোনীর চিলড্রেন্স পার্কে পরীক্ষামূলকভাবে ইনস্টল করা হয়েছে। সম্প্রতি এই সিস্টেমের উদ্বোধন করেন ডিভিসি’র টেকনিক্যাল সদস্য রবি প্রকাশ ত্রিপাঠি। উপস্থিত ছিলেন সিএমইআরআই-এর ডিরেক্টর প্রফেশর হরিশ হিরানি সহ অন্যান্যরা।
এই সোলার লোটাস এমনভাবে ডিজাইন করা হয়েছে যে, এটি শহরের পার্ক, এয়ারপোর্ট, বড় হোটেল, রিসর্ট প্রভৃতি জায়গায় বসালে দূষণহীন বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি এলাকার নজরদারি চালানো সম্ভব হবে। এটির ইন্টেলিজেন্ট সার্ভেইল্যান্স সিস্টেম ভিডিও ক্যামেরায় তোলা ছবি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ডিভাইসে পাঠাতে সক্ষম। সোলার লাটাসে লাগানো হাই রেসলিউশন ভিডিও ক্যামেরায় তোলা ছবি উন্নত টেকনলজির (আইওটি) মাধ্যমে বিশ্লেষণ করে সোলার লোটাসের নজরদারির আওতায় থাকা এলাকায় অবঞ্ছিত কার্যকলাপ চিহ্নিত করা যাবে।