দামোদর ব্যারেজের ১ নম্বর লকগেট সহ সমস্ত লকগেটের মেরামতির কাজ সম্পূর্ণ হল বৃহস্পতিবার। গতবছর নভেম্বর মাসে লকগেট বিপর্যয়ের পর অস্থায়ী ভাসমান লকগেট বসিয়ে বেশ কিছুদিন চললেও পরে কলকাতা থেকে নতুন একটি ভাসমান লকগেট নিয়ে এসে ক্ষতিগ্রস্ত লকগেটের জায়গায় বসানোর কাজ শুরু হয় জুন মাসে। বৃহস্পতিবার সেই কাজ সম্পূর্ণ হল। সেচ দপ্তর সূত্রে জানা গেছে ভবিষ্যতের কথা ভেবে আপদকালীন পরিস্থিতিতে বিপর্যয় মোকাবিলার জন্য আরও দুটি লকগেট আনা হচ্ছে।
উল্লেখ্য, ২০১৭ সালের ২৪ নভেম্বর হঠাৎ করে দামোদর ব্যারেজে লকগেট ভেঙে দামোদরের জলাধার জলশূন্য হয়ে পড়ে। দুর্গাপুরও জলশূন্য হয়ে পানীয় জলের তীব্র হাহাকার হয়। যুদ্ধকালীন পরিস্থিতিতে লকগেটের মেরামতি করা হয় এবং একটি ভাসমান লকগেট বসানো হয় বিপর্যস্ত লকগেটে। আসন্ন বর্ষায় যাতে ফের কোন বিপর্যয় না ঘটে সেই লক্ষ্যেই রাজ্য সেচ দপ্তর তৎপরতার সঙ্গে দামোদরের জলাধারের ক্ষতিগ্রস্ত লকগেটটি সরিয়ে নিয়ে নতুন লকগেট বসানোর উদ্যোগ নেয়।