ইউনিসেক্স পার্লার বা স্পা-এর নামে চলছে নানান অসামাজিক কাজকর্ম – দুর্গাপুরের বাসিন্দাদের এই অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার কমিশনারেটের পুলিশ ও দুর্গাপুর নগর নিগম যৌথভাবে হানা দিল অবৈধ স্পা ও পার্লারগুলিতে। বন্ধ করে দেওয়া হল পাঁচটি বেআইনি পার্লার।
জানা গেছে, দুর্গাপুরের বিধান নগর ও সিটি সেন্টারের অম্বুজা আবাসনের অবৈধ পার্লারগুলিতে দুর্গাপুর নগর নিগমের কমিশনার কস্তুরি সেনগুপ্তর নেতৃত্বে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এক বিশাল পুলিশ বাহিনী মঙ্গলবার বিকেলে অভিযান চালায়। অভিযানে কয়েকজন পার্লার কর্মীকে আটক করা হয়েছে এবং পাঁচটি অবৈধ পার্লার সিল করে দেওয়া হয়েছে। এই পার্লারগুলির কোন ট্রেড লাইসেন্স ছিল না বলে জানা গেছে।
দীর্ঘ দিন ধরে স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানিয়ে আসছিলেন এই অবৈধ পার্লারগুলির বিরুদ্ধে। পার্লারগুলির বিরুদ্ধে অভিযান শুরু হতেই বেশ কিছু পার্লার বন্ধ করে পালিয়ে যায় মালিক ও কর্মীরা। আরও জানা গেছে, এই পার্লারগুলির বিরুদ্ধে নানান অসামাজিক কাজকর্মের অভিযোগ ওঠায় ২০১৪ সাল থেকে নগর নিগম পার্লারগুলির ট্রেড লাইসেন্স পুনর্নবীকরণ বন্ধ রাখে।