সিপিএম কর্মীদের উপর ক্রমাগত হামলার অভিযোগে শনিবার দুর্গাপুর থানায় বিক্ষোভ দেখাবে সিপিএম কর্মীরা। এ-জোনে মিছিলের উপর হামলা, শোভাপুরে দলীয় কার্য্যালয়ে ভাঙচুর, বৃহস্পতিবার রাতে ইস্পাত নগরীর তিলক রোডের সিপিএমের শ্রমিক সংগঠনের দলীয় কার্য্যালয়ে ঢুকে দলীয় কর্মীদের মারধোর ও ভাঙচুর চালায় তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা বলে অভিযোগ। এই ঘটনায় আহত হয় ৫ জন। আহতদের মধ্যে ৩ জন কে প্রথমে দুর্গাপুর মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় বাকি ২ জনের অবস্থার অবনতি হলে দুর্গাপুর ইস্পাত কারখানার হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সিপিএমের জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক ও অমল হালদার, গৌরাঙ্গ চ্যাটার্জী সহ সিপিএমের জেলা ও রাজ্যস্তরের নেতারা আহতদের দেখতে হাসপাতালে যান। সিপিএম কর্মীদের অভিযোগ বুধবার থেকেই ক্রমাগত সিপিএম কর্মীদের উপর বিভিন্ন অজুহাতে তৃণমূল দুষ্কৃতীরা হামলা চালিয়ে যাচ্ছে। অথচ পুলিশকে অভিযোগ জানিয়েও কোন ফল হচ্ছে না। ‘রক্ষা কর আমার শহর’ আন্দোলনে সিপিএমের সাফল্য, সারদা নারদ মামলায় একে একে তৃণমূলী নেতানেত্রীদের দুর্নীতিতে নাম জড়ানো সহ বিভিন্ন ইস্যুতে কোন ঠাসা হয়ে তৃণমূল কংগ্রেস দুর্গাপুরে পৌর নির্বাচনে পরাজয়ের আতঙ্কে মারধোর শুরু করছে বলে সিপিএমের দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিধায়ক সন্তোষ দেবরায়ের অভিযোগ। সন্তোষ বাবু ফের অভিযোগ করে বলেন, ‘শুক্রবার মার্কনিতে দলীয় কার্য্যালয়ে ফের তৃণমূলী দুষ্কৃতীরা হামলা চালায়।’ সিপিএম নেতা পঙ্কজ রায় সারকার বলেন, ‘পায়ের তলায় মাটি সরে যাচ্ছে দেখে তৃণমূল কংগ্রেসের নেতারা দিশেহারা হয়ে সিপিএম কর্মীদের মারধোর করে দুর্গাপুর পৌর নির্বাচনে জিততে আতঙ্ক ছড়াচ্ছে।’ তৃণমূল কংগ্রেসের যুবনেতা রাজীব ঘোষ পাল্টা অভিযোগ করে বলেন, ‘সিপিএম বাজার গরম করতে মিথ্যে অভিযোগ করছে। সিপিএম কর্মীরা আমাদের কর্মীদের উপর প্রথমে হামলা চালায়, আমাদের কর্মীরা তা প্রতিহত করে।’ এদিকে সিপিএম কর্মীরা শুক্রবার ইএসআই হাসপাতালের কর্মী নিয়োগের দুর্নীতি নিয়ে মহকুমাশাসক কে স্মারকলিপি জমা দেয়।
Like Us On Facebook