শনিবার দুর্গাপুরের সৃজনী হলে বামফ্রন্টের ইস্তাহার প্রকাশের পাশাপাশি দুর্গাপুর নগর নিগমের ৪৩টির মধ্যে ৩২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন সূর্য্যকান্ত মিশ্র। রবিবার থেকেই বিভিন্ন ওয়ার্ডের সিপিএম কর্মীরা প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন ও প্রার্থীদের নিয়ে প্রচারে নেমে পড়েছেন। শাসকদল সহ বিজেপি ও কংগ্রেস এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি। আপাতত সবাইকে পিছনে ফেলে সিপিএম প্রার্থীরা প্রচার শুরু করে দিয়েছেন জোর কদমে।
Like Us On Facebook