পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষনা হতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে মনোনয়নপত্র তোলার কাজ শুরু হতেই মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র সংঘর্ষে জড়িয়ে শাসক ও বিরোধী দলের অভিযোগ পাল্টা অভিযোগ পর্বও শুরু হয়েছে।
কাঁকসার বিজেপি কর্মীদের অভিযোগ, শাসক দলের কর্মীরা পঞ্চায়েত নির্বাচনে বিরোধী প্রার্থীদের মনোনয়নপত্র তুলতে বাধা দিচ্ছে। প্রার্থীদের প্রাণ নাশের হুমকি দিচ্ছে শাসক দলের দুষ্কৃতীরা। ফলে বিরোধী প্রার্থীরা মনোনয়নপত্র তুলতে পারছেনা। এই ব্যাপারে সোমবার কাঁকসার বিজেপি কর্মীরা দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরাকে অভিযোগ জানান।
সোমবার কাঁকসার বিজেপি কর্মীরা দুর্গাপুরের মহকুমাশাসককে অভিযোগ জানানোর ২৪ ঘন্টার মধ্যে মঙ্গলবার দুর্গাপুর মহকুমার সিপিএম কর্মীরাও দুর্গাপুর মহকুমাশাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখাল। সিপিএম কর্মীদের দাবি, ভোটে পরাজয়ের ভয়ে বিরোধীশূন্য নির্বাচনে লড়তে এবার শাসকদল বিরোধীদের মনোনয়নপত্র তুলতে দিচ্ছে না। সিপিএম কর্মীরা বলেন, আমরা মনোনয়নপত্র যাতে তুলতে পারি তার সুবন্দোবস্ত করার দাবিতে দুর্গাপুর মহকুমাশাসকের দারস্থ হয়েছি। আমরা স্বচ্ছ ও অবাধ নির্বাচনের দাবি জানালাম। দুর্গাপুরের মহকুমা শাসক শঙ্খ সাঁতরা সিপিএম কর্মীদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন বলে জানা গেছে।