সরু লাঠির বদলে মোটা বাঁশের ডান্ডায় লাল ঝান্ডা। রণংদেহি মুড সকলের, কিন্তু শাসকদল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সংযম দেখানোয় শুক্রবার ভালোয় ভালোয় কাঁকসায় পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দিলেন সিপিএম প্রার্থীরা। জানা গেছে, শুক্রবার শাসক দলের বিনা বাধায় সিপিএম ৮৭টি মনোনয়নপত্র জমা দেয়। গত কয়েক দিন ধরে বিরোধী দলগুলি বিডিও কার্যালয়ে মনোনয়নপত্র তুলতে বাধা পায় বলে অভিযোগ বিরোধীদের। এরপরেই দলীয় কর্মীদের নিয়ে একজোট হয়ে মনোনয়নপত্র জমা দেবার অঙ্গীকার করে বিরোধী রাজনৈতিক দলগুলি।

অপরদিকে, শাসকদল তৃণমূল কংগ্রেস কর্মীরাও শুক্রবার সিপিএম কর্মীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দানের জন্য তৈরি ছিল। কিন্তু সিপিএম কর্মীরা যখন বিডিও কার্যালয়ে মনোনয়নপত্র জমা করতে আসেন তখন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার কার্যকরী সভাপতি উত্তম মুখার্জী ও তৃণমূল কংগ্রেস নেতা প্রভাত চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেস কর্মীদের সংযত থাকার নির্দেশ দেওয়ায় দলীয় কর্মীরা কার্যত লড়াই থেকে পিছু হটে। শেষমেশ সিপিএম কর্মীরা নির্বিঘ্নে মনোনয়নপত্র জমা দেয়। কাঁকসার সিপিএম নেতা বীরেশ্বর মন্ডল স্বীকার করেন, দলীয় কর্মীরা একজোট হয়ে বিডিও কার্যালয়ে আসায় আমরা ৮৭ টি মনোনয়নপত্র বিনা বাধায় জমা দিতে পেরেছি। তৃণমূল কংগ্রেস কর্মীরা বিডিও কার্যালয় ঘিরে থাকলেও সিপিএম কর্মীদের কোন বাধা দান করেনি। পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস কার্যকরী সভাপতি উত্তম মুখার্জী বলেন, বিরোধীদের অভিযোগ যে মিথ‍্যা ফের তা প্রমাণ হল। শুক্রবার সিপিএম কর্মীরা বিনা বাধায় ৮৭ টি মনোনয়নপত্র জমা দিয়েছে। শুক্রবার যুযুধান সিপিএম ও তৃণমৃল কংগ্রেস কর্মীরা বিডিও কার্যালয় রণংদেহি মূর্তি ধারণ করায় কঠোর নিরাপত্তা বলয় তৈরি করতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়।


কাঁকসায় কর্মীদের সংযত থাকার নির্দেশ তৃণমূল নেতৃত্বের

Like Us On Facebook