পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে প্রার্থী হওয়ায় কাজ হারিয়েছেন বলে অভিযোগ করলেন কাঁকসার আমলাজোড়ার সিপিএম প্রার্থী অমিত লোহার। অমিতবাবু কাঁকসার রাজবাঁধের কাছে একটি হোটেলে কাজ করতেন। অমিতবাবু বলেন, ‘শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী হওয়ায় আমাকে প্রার্থীপদ থেকে নাম প্রত্যাহার করতে নানা হুমকি ও বাড়িতে চাপ দেওয়া হয়। নাম প্রত্যাহার না করায় শেষমেষ হোটেল মালিক শাসক দলের নেতাদের নির্দেশে আমাকে কাজ থেকে বের করে দেয়’।

এদিকে হোটেল মালিক অমিতের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন, অমিত মাত্র দিন চারেক আগে কাজে যোগ দেয়। বিয়ে বাড়ি যাওয়ার নাম করে ছুটি নেয়। তারপর আর কাজে আসেনি হোটেলে। আমি কাজের জন্য লোক রাখি। সময়ে কাজের লোক না পেলে কেন রাখবো অমিতকে বলে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন হোটেল মালিক। সিপিএম প্রার্থী হওয়ায় অমিত লোহারকে শাসক দলের অঙ্গুলি হেলনে কর্মচ্যুত করার অভিযোগ নস্যাৎ করে দিয়ে হোটেল মালিক এটি একটি মিথ্যা অভিযোগ বলে পাল্টা অভিযোগ করেন।

কাঁকসার তৃণমূল কংগ্রেস নেতা দেবদাস বক্সি সিপিএম প্রার্থীর অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। দেবদাসবাবু বলেন, আমলাজোড়া পঞ্চায়েতে গত বার ২১ টির মধ্যে ২০টি আসন তৃণমূল কংগ্রেস আসন পায়। সিপিএমের পায়ের তলায় মাটি নেই। কেবল প্রচারে থাকতে এই সব মিথ্যে অপপ্রচার করছে সিপিএম প্রার্থী। কাঁকসার নেতা তথা পশ্চিম বর্ধমান সিপিএমের জেলা কিমিটির সদস্য জনার্দন চ্যাটার্জিও অমিত লোহারের কাজ হারানোর অভিযোগ করেন।

Like Us On Facebook