দুর্গাপুর নগর নিগম নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ এই অভিযোগকে সামনে রেখে রবিবার সিপিএম সহ ১৩ টি বাম গণসংগঠন শাসকদলের বিরুদ্ধে দুর্গাপুরে ‘লং মার্চ’ অভিযান শুরু করেছে। বুধবার তারা দুর্গাপুর মহকুমাশাসকের দপ্তরে গিয়ে স্মারক লিপি জমা দেন। স্মারকলিপ জমা দিয়ে দুর্গাপুর সিপিএমের ২নং পূর্ব জোনাল কমিটির সম্পাদক পঙ্কজ রায় সরকার বলেন,”দুর্গাপুর নগর নিগমে দুর্নীতি বন্ধ করতে হবে ও বর্ধমান জেলা ভাগে দুর্গাপুরের নাম রাখতে হবে – এই দুই দাবিতে আমরা মহকুমাশাসকের কাছে স্মারকলিপ জমা দিয়েছি। আজও প্রচুর মানুষ আমাদের এই পদযাত্রায় সামিল হয়েছেন।”