নবান্ন অভিযানে সোমবার সিপিএম কর্মী ও খবর সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের উপর পুলিশের নির্মম জুলুমের অভিযোগে মঙ্গলবার রাজ্যে সিপিএম কর্মীরা ধিক্কার দিবস পালন করল। রাজ্যের বিভিন্ন এলাকায় সিপিএমের দলীয় কর্মীরা বিক্ষোভ সমাবেশ করে। দুর্গাপুরের অনেক সিপিএমের দলীয় কর্মীরা নবান্ন অভিযানে গিয়ে পুলিশী জুলুমের শিকার হন। সোমবারের নবান্ন অভিযানের নির্মম চিত্র তুলে ধরে লাগাতার আন্দোলনের কর্মসূচি নিল দুর্গাপুরের সিপিএম সহ ১৩ টি গণসংগঠনের দলীয় কর্মীরা। থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি নিয়ে জন মানসে এর প্রভাব ফেলতে মঙ্গলবার থেকেই রাস্তায় নামল কর্মী সমর্থকরা। মঙ্গলবার দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার সামনে আহতদের বেশ কয়েকজনকে নিয়ে এসে বিক্ষোভ দেখায় সিপিএম কর্মীরা। আসন্ন দুর্গাপুর পৌর নির্বাচনকে পাখির চোখ করে মানুষের সহানুভূতি কাছে টানতে সোমবারের নবান্ন অভিযানের নির্মম পুলিশী জুলুম মানুষের কাছে তুলে ধরতে সিপিএম লাগাতার কর্মসূচি নিল বলে জানা গেছে। একই ভাবে বুধবারও কোকওভেন থানার সামনে বিক্ষোভ দেখাবে সিপিএমের দলীয় কর্মীরা বলে দলীয় সূত্রের খবর। সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার বলেন, সোমবার মুখ্যমন্ত্রী ভয় পেয়ে নবান্ন অভিযানে মানুষের প্রতিবাদের ঢেউ রুখতে যে ভাবে পুলিশ দিয়ে সিপিএমের দলীয় কর্মী, সাংবাদিক ও চিত্র সাংবাদিক এবং মহিলা ও নিরপরাধ শিশুদের উপর নির্মম অত্যাচার করল তা অত্যাচারের সমস্ত ইতিহাসকে হার মানাল। সোমবার থেকেই জনজাগরণ সৃষ্টি হল তৃণমূল কংগ্রেসের স্বৈরাচারীদের বাংলার ক্ষমতা থেকে অপসারিত করতে। পঙ্কজবাবু বলেন, আমরা সেই জনজাগরণ দিকে দিকে ছড়িয়ে দিতে এবং পুলিশের নির্মম অত্যাচারের প্রতিবাদে লাগাতার কর্মসূচি নিয়েছি। মঙ্গলবার নিউ টাউনশিপ থানায় বিক্ষোভ দেখানো হল, বুধবার আমরা কোকওভেন থানায় পুলিশী জুলুমের প্রতিবাদে ফের বিক্ষোভ দেখাবো।
Like Us On Facebook