দুর্গাপুর নগর নিগম নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ এই অভিযোগকে সামনে রেখে রবিবার সিপিএম ‘লং মার্চ’ শুরু করল দুর্গাপুরে। ‘রক্ষা কর আমার শহর তোমার শহর দুর্গাপুর’ ও বর্ধমান জেলা ভাগে ‘রাখতে হবে দুর্গাপুর’ – এই দুই স্লোগানকে সামনে রেখে দুর্গাপুরের ১৩ টি বাম গণসংগঠন শাসকদলের বিরুদ্ধে দুর্গাপুরে ‘লং মার্চ’ অভিযানে নামল। ১৩ থেকে ২১ নভেম্বর দুর্গাপুরের বিভিন্ন এলাকা ঘুরে দুর্গাপুর নগর নিগমের সামনে বিক্ষোভ সমাবেশ হবে। জানা গেছে এই পদযাত্রায় ৯ দিন ধরে ১৬টি ওয়ার্ডে প্রায় ১০০ কিমি পথ হাঁটবে সিপিএম কর্মীরা এবং ২১ নভেম্বর দুর্গাপুর নগর নিগমের সামনে বিক্ষোভ সমাবেশ করবে। ২১ তারিখের ঐ সমাবেশে ১৩ টি বাম গণসংগঠনের বিশিষ্ট নেতারা বক্তব্য রাখবেন। দুর্গাপুর সিপিএমের ২নং জোনাল পার্টি অফিস সূত্রে জানা যায় তৃণমূল কংগ্রেস পরিচালিত দুর্গাপুর নগর নিগম নাগরিক পরিষেবা দিতে সম্পূর্ণ ব্যর্থ ও বর্ধমান জেলা ভাগ করলে দুর্গাপুরের নাম নতুন জেলার নামের সঙ্গে অর্ন্তভুক্ত করতে হবে এই দুই দাবিতেই এই পদযাত্রা। রবিবার জেমুয়া গ্রাম থেকে এই পদযাত্রা শুরু হয়েছে। ১৬টি ওয়ার্ডে প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই পদযাত্রা চলবে। প্রায় ১০ হাজার মানুষ দুর্গাপুরের ১৬টি ওয়ার্ডে পদযাত্রায় অংশ নেবে বলে দাবি সিপিএমের।

amitava-banerjee-dmcদুর্গাপুরের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করছে সিপিএম – আমিতাভ বন্দোপাধ্যায়, ডেপুটি মেয়র, ডিএমসি

দুর্গাপুর সিপিএমের ২নং পূর্ব জোনাল কমিটির সম্পাদক পঙ্কজ রায় সরকার বলেন,”দুর্গাপুর নগর নিগম নাগরিক পরিষেবা দিতে সম্পূর্ণ ব্যর্থ, পাহাড় প্রমাণ দুর্নীতি। জেলা ভাগ করে দুর্গাপুরের নামও মুছতে চায় শাসকদল। এসবের প্রতিবাদে দুর্গাপুর নগর নিগম অভিযানে ‘লং মার্চ’ শুরু হয়েছে মানুষকে সাথে নিয়ে।” পঙ্কজ বাবুর আরও দাবি ‘লং মার্চ’ শুর হতেই প্রচুর মানুষ পদযাত্রায় অংশ নিচ্ছে। ২১শে নভেম্বর দুর্গাপুর নগর নিগমের সামনে বিশাল সমাবেশের মাধ্যমে পদযাত্রা শেষ হবে।

তৃণমূল কংগ্রেসের নেতা দুর্গাপুর নগর নিগমের ডেপুটি মেয়র আমিতাভ বন্দোপাধ্যায় বলেন,”দুর্গাপুরের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করছে সিপিএম। এই মুহুর্তে তৃণমূল কংগ্রেসের কোন বিকল্প নেই। ওরা যতই মিছিল মিটিং করুক দুর্গাপুরের মানুষ মা-মাটি-মানুষের সঙ্গেই রয়েছে।”