নতুন জেলা পশ্চিম বর্ধমান জেলার নব গঠিত সিপিএম জেলা সম্পাদকমণ্ডলীতে দুর্গাপুরের কোন নেতাকে স্থান না দেওয়ার প্রতিবাদে দুর্গাপুরের পূর্ব কেন্দ্রের সিপিএম বিধায়ক সন্তোষ দেবরায় দুর্গাপুরের দলীয় সমস্ত দায়িত্ব সহ বিধায়ক পদ ছাড়ার ইচ্ছা প্রকাশ করে পত্র পাঠালেন সিপিএমের রাজ্য সদর কার্যালয় আলিমুদ্দিন স্ট্রিটে।
সূত্রের খবর, দলীয় নেতা সুজন চক্রবর্তীকে লেখা এক চিঠিতে দুর্গাপুরের বাম সংগঠনের জনপ্রিয় শ্রমিক নেতা সন্তোষ দেবরায় সদ্য পশ্চিম বর্ধমান জেলার নব গঠিত সিপিএম জেলা সম্পাদকমণ্ডলী গঠনে আসানসোল ও কাঁকসা থেকে প্রতিনিধি নেওয়া হলেও দুর্গাপুরের কোন সিপিএম নেতাকেই জেলা সম্পাদকমণ্ডলীতে নেওয়া হয়নি। অথচ দলের দুর্দিনে সন্তোষ দেব রায়, পঙ্কজ রায় সরকার সহ দুর্গাপুরের অন্যান্য সিপিএম নেতারাই দলীয় পতাকা উঁচিয়ে ক্রমাগত আন্দোলন করে গত বিধানসভা নির্বাচনে দলকে ভাল ফল করতে সাহায্য করেন।
সূত্রের খবর দুর্গাপুরের পূর্ব কেন্দ্রের সিপিএম বিধায়ক সন্তোষ দেবরায় সহ দুর্গাপুরের অনেক প্রথম সারির সিপিএম নেতাই অপমানিত বোধ করে প্রকাশ্যে না স্বীকার করলেও দলের অন্দরে ক্ষোভ উগরে দিয়েছেন। বর্তমানে পশ্চিম বর্ধমান জেলার সিপিএম জেলা সম্পাদকমণ্ডলীর সম্পাদক নির্বাচিত হয়েছেন পান্ডবেশ্বরের সিপিএমের প্রাক্তন বিধায়ক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়। জানা গেছে, তাঁর বিরুদ্ধেই সমস্ত অভিযোগ জানানো হয়েছে আলিমুদ্দিন স্ট্রিটে ও সিপিএম কেন্দ্রীয় কমিটির কর্তাদের কাছে। সন্তোষ দেবরায়ের বিধায়ক পদ সহ দলের সমস্ত দায়িত্ব ছাড়ার ইচ্ছা প্রকাশ করা ও দুর্গাপুরের একাধিক নেতা জেলা সম্পাদকমণ্ডলী গঠনে একতরফা ভাবে সিদ্ধান্ত নেওয়ার বিরুদ্ধে দলের অন্দরে ক্ষোভ প্রকাশ করায় সিপিএম জেলা নেতৃত্ব থেকে রাজ্য নেতৃত্ব বেশ অস্বস্তিতে পড়েছে বলে জানা গেছে। দীর্ঘদিন পর অনুশাসনের মোড়কে ঢাকা দলীয় শৃঙ্খলার মলীন দশা প্রকাশ্যে আসতেই বাম কর্মীরা প্রমাদ গুণছেন।