কোথাও পুলিশ তোলা তুলতে গিয়ে মার খাচ্ছে। আবার কোথাও পুলিশ অভিযানে গিয়ে গ্রামবাসীদের হাতে আক্রান্ত হয়ে সংজ্ঞাহীন হয়ে হাসপাতালে ভর্তি। লোকসভা নির্বাচনের পর একের পর এক ঘটনায় দুর্গাপুরের বিভিন্ন এলাকায় বোমা-গুলিতে কার্যত অশান্ত। মানুষের মধ্যে ধর্মীয় ভাবাবেগ নিয়ে অসন্তোষ চলছে অথচ পুলিশ নির্বিকার। দুর্গাপুরে উপরিউক্ত বিভিন্ন ঘটনায় পুলিশ আইন শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ এই অভিযোগ তুলে শুক্রবার দুর্গাপুরে সিপিএম কর্মীরা মিছিল বের করে দুর্গাপুরের এসিপি আরিশ বিলালের হাতে স্মারকলিপি তুলে দেন।
স্মারকলিপি দেওয়ার পর সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার বলেন, ‘লোকসভা নির্বাচনের পর দুর্গাপুরে একের পর এক ঘটনায় প্রমাণ হয় দুর্গাপুরে আইনের শাসন আর নেই। পুলিশ আইন শৃঙ্খলা রক্ষায় কার্যত ব্যর্থ হয়েছে।’ পঙ্কজবাবুর অভিযোগ, কোথাও পুলিশ তোলা তুলতে গিয়ে প্রহৃত। আবার কোথাও অভিযানে গিয়ে আক্রান্ত হয়ে একদম হাসপাতালে। কেউ কারোর কথা শুনছে না। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বোমাবাজি ও গুলি চালনার ঘটনা বা বিভিন্ন এলাকায় তোলাবাজি চলছে সমানে। প্রতিনিয়ত ঘটে যাচ্ছে নানান অনভিপ্রেত ঘটনা, এইসব দেখেও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা চুপ। পঙ্কজবাবু বলেন, ‘আজ, শুক্রবার দুর্গাপুরে সিটি সেন্টার বাস স্ট্যান্ডে টোটো-অটোর লড়াইয়ে রক্তাক্ত হল দুই পক্ষের লোকজন। এসব দেখেও আমাদের এখন লজ্জা হচ্ছে তাই আমরা এসিপি আরিশ বিল্লালকে এইসব ঘটনা যাতে আর না ঘটে সেই জন্য নিরপেক্ষ ও কড়া হাতে আইক শৃঙ্খলা রক্ষার অনুরোধ করলাম।’
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?