দিল্লির জহরলাল নেহরু ইউনিভার্সিটির ছাত্র সংসদ জয় করে আসা দুর্গাপুরের মেয়ে ঐশী ঘোষকে সম্বর্ধনা দিল‌ দুর্গাপুরের বাম ছাত্র সংগঠন এসএফআই সহ সিপিএম কর্মীরা। বুধবার সকাল ৭ টা ৪০ মিনিটে রাজধানী এক্সপ্রেসে দুর্গাপুর স্টেশনে নামেন ঐশী ঘোষ। সঙ্গে আসেন জহরলাল নেহেরু ইউনিভার্সিটির ছাত্রী দীপ্সিতা ধর ও এসএফআইয়ের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মিনাক্ষী মুখার্জী।

এদিন দুর্গাপুরের বাম কর্মীরা দিল্লির জহরলাল নেহেরু ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচনে এবিভিপিকে ধরাশায়ী করে দেওয়ায় তাঁকে বীরের সম্মান দেন। বিজয়ীদের দুর্গাপুর স্টেশন সংলগ্ন এলাকায় একটি মঞ্চ তৈরি করে ফুলের তোড়া দিয়ে দুর্গাপুরের পূর্ব কেন্দ্রের সিপিএম বিধায়ক সন্তোষ দেবরায়, সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার, এসএফআই পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক মৈনাক চট্টোপাধ্যায় সহ সমস্ত নেতৃত্ব সংবর্ধনা দেন। সভায় বক্তব্য রাখেন বাম ছাত্র সংগঠনের নতুন মুখ দুর্গাপুরের মেয়ে ঐশী ঘোষ সহ অন্যান্যরা। ঐশী বলেন, ‘দিল্লির থেকেও পশ্চিমবঙ্গে আমাদের লড়াইটা আরও কঠিন। এখানে এবিভিপি এবং টিএমসিপি দুই ছাত্র সংগঠনের সঙ্গে নীতির লড়াই আমাদের। দেশজুড়ে এসএফআইয়ের কর্মসূচি এক এবং অভিন্ন। তাই শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান এবং বাঁচার জন্য বাসস্থানের লড়াই আমাদের চলছে চলবে। কোন বাধাই আমাদের আটকাতে পারবে না।’

উল্লেখ্য, দিল্লির জহরলাল নেহরু ইউনিভার্সিটির ছাত্র সংসদে বিপুল ভোটে এবিভিপিকে হারিয়ে সভাপতি নির্বাচিত এবং ছাত্র সংসদ দখল করে প্রথম বার ঐশী তাঁর নিজের বাড়ি দুর্গাপুরে এলেন বুধবার। বামপন্থী দলগুলো এখন বাম ছাত্র আন্দোলনের নতুন মুখ ঐশীদের লড়াইকে সামনে রেখে পশ্চিমবঙ্গে বাম আন্দোলনে গতি আনতে ঐশীদের তুলে ধরতে চায় বলে জানা গেছে।


Like Us On Facebook