হাতে গোনা কয়েকদিন পর বাঙালির মহোৎসব দুর্গাপুজো। বিভিন্ন পুজো কমিটি তাঁদের পুজো মণ্ডপগুলিতে শেষ পর্যায়ের প্রস্তুতিতে ব্যস্ত। এবার করোনা আবহে পুজো হচ্ছে। সংক্রমণ রুখতে রাজ্য সরকারের দেওয়া গাইড লাইন মেনে পুলিশ প্রশাসনের কড়া নজরদারিতে পুজো হচ্ছে এবার। পুজোয় করোনা সংক্রমণ ঠেকাতে কড়া স্বাস্থ্যবিধিই যে একমাত্র হাতিয়ার সে বিষয়ে কড়া নির্দেশ জারি করেছে রাজ্য সরকার। শনিবার সকালে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুকেশ জৈন দুর্গাপুরের বিভিন্ন পুজো মণ্ডপে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা সে বিষয়ে পরিদর্শন করলেন। পুলিশ কমিশনার সুকেশ জৈনের সঙ্গে ছিলেন দুর্গাপুরের ডিসিপি অভিষেক গুপ্তা সহ পদস্থ পুলিশ আধিকারিকরা।

শনিবার সকালে পুজো মণ্ডপ পরিদর্শনে প্রথমে পুলিশ কমিশনার সুকেশ জৈন যান স্টিল টাউনশিপ মার্কনীর পুজো মণ্ডপে। সেখানে স্বাস্থ্যবিধি মেনে পুজোর প্রস্তুতি হচ্ছে কি না তা খতিয়ে দেখেন পুলিশ কমিশনার। তারপর একে একে দুর্গাপুরের অন্যান্য বড় পুজো মণ্ডপ গুলি পরিদর্শন করেন পুলিশ কমিশনার। এই প্রসঙ্গে পুলিশ কমিশনার সুকেশ জৈন এদিন বলেন, ‘এবার জেলাশাসকের পক্ষ থেকে দু’লাখ এবং পুলিশ কমিশনারের পক্ষ থেকে দু’লাখ মাস্ক দেওয়া হবে জেলায়। তাছাড়া করোনা আবহে সতর্কতা অবলম্বন করতে পুজো পরিক্রমায় নিয়ে যাওয়া হচ্ছে না বৃদ্ধাশ্রমের আবাসিকদের। বৃদ্ধাশ্রমের আবাসিকরা যাতে বৃদ্ধাশ্রমে বসেই পুজো দেখতে পারেন তার জন্য ভার্চুয়াল পুজো দর্শনের ব্যবস্থা করছে কমিশনারেটের পুলিশ।

 

Like Us On Facebook