শ্রমিক দিবসের সকালে অক্লান্ত পরিশ্রম ও তাৎক্ষণিক বুদ্ধির জোরে দুর্গাপুর দমকল বাহিনীর কর্মীরা একটি গরুকে ড্রেন থেকে উদ্ধার করল। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ইস্পাত নগরীর কনিষ্ক রোডে। গরুটি একটি ড্রেন পার হওয়ার সময় ড্রেনের মধ্যে পড়ে যায় বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা দমকলে খবর দিলে, দমকল কর্মীরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে বহু কষ্টে গরুটিকে জীবিত অবস্থায় ড্রেন থেকে উদ্ধার করে।
স্থানীয় মানুষ দমকল কর্মীদের শ্রমিক দিবসের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। পাল্টা দমকল কর্মীরাও গরুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করে, দমকলের আপদকালীন কর্তব্য পালন করতে পেরে নিজেদের মানসিক সন্তুষ্টির কথা জানান এবং একই সঙ্গে স্থানীয় মানুষজনকে তাঁদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
Like Us On Facebook